
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।আজ শনিবার(৫মার্চ) দুপুরে উপজেলার সহোদর গ্রামের নুর ইসলামের ছেলে ও রানীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর শিক্ষক তহিদুল এর চাকুরি অপসারন সহ ধর্ষনের বিচারের দাবিতে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে স্কুলের ছাত্র/ছাত্রীরা রাজপথে দাঁড়িয়ে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলার ভান্ডারা গ্রামের গফুর আলীর মেয়ে একই স্কুলের দশম শ্রেনীর শিক্ষার্থী সুমাইয়া আফরোজের সাথে দীর্ঘদিন যাবত প্রেমঘটিত সম্পর্ক গড়ে তোলেন তৌহিদুল। এক পর্যায়ে বিয়ের আশ্বাসে নিয়মিত শারিরীক সম্পর্কও স্হাপন করেন তিনি।নারী লোভী ও যৌতুক লোভী ওই শিক্ষক ভুক্তভোগী ওই ছাত্রীকে বিয়ে না করে অন্যত্র বিয়ের সকল আয়োজন সম্পন্ন করেন। খবর পেয়ে ওই ছাত্রী বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে অনশন শুরু করেন।এ সময় সে ছাত্রীকে নির্যাতন করা হয়।এ সময় সহ পাঠীরা এগিয়ে আসলে তাদেরকেও অনেক নির্যাতন মারধোর করা হয় বলে জানান তারা।পরিশেষে নিরুপাই হয়ে বিচারের দাবিতে ছাত্র/ছাত্রীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে ইউএনও বরাবরে স্বারকলিপি প্রদান করেন।
বার্তা/এন
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও 







































