
লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্রলীগ ও বিএনপি’র মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে দুইপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
ছাত্রলীগ-বিএনপি’র ধাওয়া-পাল্টা ধাওয়া ও পুলিশের লাঠিচার্জে ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান ও আহ্বায়ক রুবেলসহ উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে হাতীবান্ধা মেডিক্যাল মোড়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জানা গেছে, বর্তমানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের ন্যায় হাতীবান্ধায় দলীয় কার্যালয় থেকে বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পুলিশের বাধা পেলে ওই স্থানেই বক্তব্য দিতে শুরু করেন বিএনপি’র নেতারা।
অপরদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীরা মেডিক্যাল মোড়ে এলে ছাত্রলীগের নেতা-কর্মীরাও মেডিক্যাল মোড়ে আসে। ফলে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় পুলিশ লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়।
বিএনপি’র নেতা আফজাল হোসেন জানান, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের ন্যায় হাতীবান্ধায় দলীয় কার্যালয় থেকে বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করলে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের মিছিলে হামলা চালায়।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ হোসেন জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচিতে আমরা একটি মিছিল বের করলে বিএনপি ও ছাত্রদলের কর্মীরা আমাদের মিছিলে ইটপাটকেল দিয়ে ঢিল ছুড়লে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বিএনপি’র হামলায় আমাদের তিনজন আহত হয়।
এ ব্যাপারে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচিতে দুইপক্ষ মুখোমুখি অবস্থান করছিল। উত্তেজনা দেখা দেয়ায় উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বার্তা/এন
মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি 






































