মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ছেলের বিয়েতে অতিরিক্ত মদপানে বাবার মৃত্যু

প্রতীকী ছবি

রাজবাড়ী থেকে যশোর শহরের ডোম পট্টিতে ছেলে বিয়ে দিতে এসে অতিরিক্ত মদপানে দিলু (৫০) নামে এক ডোমের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৭ মার্চ) দুপুরের দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে।
স্বজনরা জানান, রাজবাড়ী শহরের বিবেকানন্দ পল্লীর বাসিন্দা দিলু ডোমের পুত্র হৃদয় ডোমের (২২) সাথে রবিবার (৬ মার্চ) রাতে যশোর শহরের ডোমপট্টির শারজীন ডোমের কন্যা সঞ্জনার (১৮) বিয়ে হয়। বাবা দিলু ডোম ছেলের বিয়েতে একসঙ্গে এসেছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষে রাতভর দিলুডোম আনন্দে অন্যদের সাথে মদপান করেন। অতিরিক্ত  মদপানে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।
পরে চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার আহমেদ তারেক শামস দিলু ডোমকে মৃত ঘোষণা করে বলেন, অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বার্তা/এন
জনপ্রিয়

বিদ্রোহীদের বিরুদ্ধে হার্ডলাইনে বিএনপি, স্বতন্ত্র প্রার্থী শতাধিক

যশোরে ছেলের বিয়েতে অতিরিক্ত মদপানে বাবার মৃত্যু

প্রকাশের সময় : ০৭:১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
রাজবাড়ী থেকে যশোর শহরের ডোম পট্টিতে ছেলে বিয়ে দিতে এসে অতিরিক্ত মদপানে দিলু (৫০) নামে এক ডোমের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৭ মার্চ) দুপুরের দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে।
স্বজনরা জানান, রাজবাড়ী শহরের বিবেকানন্দ পল্লীর বাসিন্দা দিলু ডোমের পুত্র হৃদয় ডোমের (২২) সাথে রবিবার (৬ মার্চ) রাতে যশোর শহরের ডোমপট্টির শারজীন ডোমের কন্যা সঞ্জনার (১৮) বিয়ে হয়। বাবা দিলু ডোম ছেলের বিয়েতে একসঙ্গে এসেছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষে রাতভর দিলুডোম আনন্দে অন্যদের সাথে মদপান করেন। অতিরিক্ত  মদপানে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।
পরে চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার আহমেদ তারেক শামস দিলু ডোমকে মৃত ঘোষণা করে বলেন, অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বার্তা/এন