শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন বিমানে চীনা পতাকা লাগিয়ে রাশিয়ায় বোমা ফেলার পরামর্শ ট্রাম্পের

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার উচিত এফ-২২ বিমানে চীনের পতাকা লাগিয়ে রাশিয়ার ওপর বোমাবর্ষণ করা।

গতকাল রবিবার (৬ মার্চ) নিউ অর্লিন্স অঙ্গরাজ্যে রিপাব্লিকান ন্যাশনাল কমিটির তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প এই কৌতুকপূর্ণ বক্তব্য রাখেন। মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজ এ খবর দিয়েছে।

ট্রাম্প বলেন, এফ-২২ বিমানে চীনা পতাকা লাগিয়ে ইউক্রেনে অভিযান পরিচালনাকারী রাশিয়ার সেনাদের ওপর বোমা বর্ষণ করে তার জন্য বেইজিংকে দোষী করা উচিত। এতে রাশিয়া এবং চীন যুদ্ধে জড়িয়ে যাবে। তখন আমরা বলতে পারব চীন এই হামলা চালিয়েছে। এরপর তারা দুই দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যাবে এবং আমরা বসে বসে তা দেখব। ডোনাল্ড ট্রাম্প এই কথাই হলভর্তি লোকজন অট্টহাসিতে ফেটে পড়ে।

ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, ক্ষমতায় থাকাকালীন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু ছিলেন কিন্তু তিনি দাবি করেন যে, তিনি পুতিনকে বলেছিলেন যদি কোনো সমস্যা তৈরীর চেষ্টা করা হয় তাহলে মস্কোর ওপর হামলা চালানো হবে।

ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আরো বলেছেন, তিনি ক্ষমতায় থাকতে পুতিন এই ধরনের সামরিক অভিযানের সাহস করেননি।

ট্রাম্প দাবি করেন, তিনি ক্ষমতায় থাকাকালে পুতিন এ ধরনের সামরিক অভিযান চালিয়ে পার পাবেন না বলে তিনি জানতেন।ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর আমেরিকার নেতাদেরকে ডোনাল্ড ট্রাম্প বোকা এবং পুতিনকে স্মার্ট বলে প্রশংসা করেন।

সূত্র- সিবিএস নিউজ

জনপ্রিয়

টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন করলেন ব্রিটিশ হাইকমিশনার

মার্কিন বিমানে চীনা পতাকা লাগিয়ে রাশিয়ায় বোমা ফেলার পরামর্শ ট্রাম্পের

প্রকাশের সময় : ১০:৫৬:১১ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার উচিত এফ-২২ বিমানে চীনের পতাকা লাগিয়ে রাশিয়ার ওপর বোমাবর্ষণ করা।

গতকাল রবিবার (৬ মার্চ) নিউ অর্লিন্স অঙ্গরাজ্যে রিপাব্লিকান ন্যাশনাল কমিটির তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প এই কৌতুকপূর্ণ বক্তব্য রাখেন। মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজ এ খবর দিয়েছে।

ট্রাম্প বলেন, এফ-২২ বিমানে চীনা পতাকা লাগিয়ে ইউক্রেনে অভিযান পরিচালনাকারী রাশিয়ার সেনাদের ওপর বোমা বর্ষণ করে তার জন্য বেইজিংকে দোষী করা উচিত। এতে রাশিয়া এবং চীন যুদ্ধে জড়িয়ে যাবে। তখন আমরা বলতে পারব চীন এই হামলা চালিয়েছে। এরপর তারা দুই দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যাবে এবং আমরা বসে বসে তা দেখব। ডোনাল্ড ট্রাম্প এই কথাই হলভর্তি লোকজন অট্টহাসিতে ফেটে পড়ে।

ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, ক্ষমতায় থাকাকালীন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু ছিলেন কিন্তু তিনি দাবি করেন যে, তিনি পুতিনকে বলেছিলেন যদি কোনো সমস্যা তৈরীর চেষ্টা করা হয় তাহলে মস্কোর ওপর হামলা চালানো হবে।

ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আরো বলেছেন, তিনি ক্ষমতায় থাকতে পুতিন এই ধরনের সামরিক অভিযানের সাহস করেননি।

ট্রাম্প দাবি করেন, তিনি ক্ষমতায় থাকাকালে পুতিন এ ধরনের সামরিক অভিযান চালিয়ে পার পাবেন না বলে তিনি জানতেন।ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর আমেরিকার নেতাদেরকে ডোনাল্ড ট্রাম্প বোকা এবং পুতিনকে স্মার্ট বলে প্রশংসা করেন।

সূত্র- সিবিএস নিউজ