শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যৌতুকের দাবিতে স্ত্রীর পা ভেঙে দিলেন স্বামী, আদালতে মামলা 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়  ঠাকুরগাঁওয়ে যৌতুকের টাকার দাবিতে স্ত্রী সুইটি আক্তারের পা ভেঙে দেয়ার অভিযোগ মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে।
এ ঘটনায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে সোমবার ৭ মার্চ  বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল ঠাকুরগাঁও এ অভিযোগ করেছে আহত গৃহবধূর পরিবার।
অভিযোগে জানা যায় গত ১১/১১/২০০৯ সালে শরিয়ত মতাবেক  বিবাহ হয় গৃহবধু সুইটি আক্তারের  বিয়ের পর তার অরশে তিন সন্তান এর জন্ম হয়, আসামি মাদকাসক্ত হওয়ায় কারনে অকারণে বিভিন্ন সময় নির্যাতন করতো এক পর্যায়ে তালাক হয়ে যায়।
সুইটি আক্তার তালাক প্রাপ্ত হয়ে তার পিতার বাড়িতে অবস্হান করা কালীন পিতার মৃত্যুতে অসহায় হয়ে পড়েন। আসামির ও তার পরিবার আর নির্যাতন করবেন না মর্মে আপোষ হলে পুনরায় গত ১ ফেব্রুয়ারি রেজিষ্ট্রি কাবিন নামা মুলে বিবাহ হয়। কয়েক দিন গত হবার পর আবারও  যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করে।এ অবস্থায় গত ১৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯ টায় সময় বাদিনির  উপর অমানবিক পাশবিক নির্যাতন চালিয়ে পা ভেঙ্গে দেয়।
সুইটি আক্তার গত ১৫ ফেব্রুয়ারি ২০২২ হতে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঠাকুরগাও আধুনিক হাসপাতালে ভর্তি থাকেন। পরবর্তীতে ঠাকুরগাঁও মাম হাসপাতালে ২৩ ফেব্রুয়ারি হতে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ডান পায়ের হাটুর গোলবাটি  স্হানচুত হাড়টি এবং বাপ পায়ের গোড়ালির উপরের হাড় অপারেশন জন্য ভর্তি থাকেন।
এ বিষয়ে  গত২৪ ফেব্রুয়ারি  সদর থানায় অভিযোগ করিলে তারা আদালতে মামলা করার পরামর্শ দেন।
সে প্রেক্ষিতে (৭ মার্চ) (সোমবার) বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল ঠাকুরগাঁয় আাদালতে এ মামলা দায়ের করেন বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানাকে এফ আই আর হিসাবে রেকর্ড করার – আাদেশ প্রদান করেন। মামলা নং৬০/২২
বর্তমানে সুইটি আক্তার তার ভাইয়ের বাসায় পঙ্গুত্ব বরণ করে ভীষন কষ্টে দিন পার করছে।
জনপ্রিয়

ইবিতে বি-এড, এম-এড ও বি এম-এড পরীক্ষা অনুষ্ঠিত

যৌতুকের দাবিতে স্ত্রীর পা ভেঙে দিলেন স্বামী, আদালতে মামলা 

প্রকাশের সময় : ০১:৩৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
মামলার অভিযোগ সূত্রে জানা যায়  ঠাকুরগাঁওয়ে যৌতুকের টাকার দাবিতে স্ত্রী সুইটি আক্তারের পা ভেঙে দেয়ার অভিযোগ মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে।
এ ঘটনায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে সোমবার ৭ মার্চ  বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল ঠাকুরগাঁও এ অভিযোগ করেছে আহত গৃহবধূর পরিবার।
অভিযোগে জানা যায় গত ১১/১১/২০০৯ সালে শরিয়ত মতাবেক  বিবাহ হয় গৃহবধু সুইটি আক্তারের  বিয়ের পর তার অরশে তিন সন্তান এর জন্ম হয়, আসামি মাদকাসক্ত হওয়ায় কারনে অকারণে বিভিন্ন সময় নির্যাতন করতো এক পর্যায়ে তালাক হয়ে যায়।
সুইটি আক্তার তালাক প্রাপ্ত হয়ে তার পিতার বাড়িতে অবস্হান করা কালীন পিতার মৃত্যুতে অসহায় হয়ে পড়েন। আসামির ও তার পরিবার আর নির্যাতন করবেন না মর্মে আপোষ হলে পুনরায় গত ১ ফেব্রুয়ারি রেজিষ্ট্রি কাবিন নামা মুলে বিবাহ হয়। কয়েক দিন গত হবার পর আবারও  যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করে।এ অবস্থায় গত ১৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯ টায় সময় বাদিনির  উপর অমানবিক পাশবিক নির্যাতন চালিয়ে পা ভেঙ্গে দেয়।
সুইটি আক্তার গত ১৫ ফেব্রুয়ারি ২০২২ হতে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঠাকুরগাও আধুনিক হাসপাতালে ভর্তি থাকেন। পরবর্তীতে ঠাকুরগাঁও মাম হাসপাতালে ২৩ ফেব্রুয়ারি হতে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ডান পায়ের হাটুর গোলবাটি  স্হানচুত হাড়টি এবং বাপ পায়ের গোড়ালির উপরের হাড় অপারেশন জন্য ভর্তি থাকেন।
এ বিষয়ে  গত২৪ ফেব্রুয়ারি  সদর থানায় অভিযোগ করিলে তারা আদালতে মামলা করার পরামর্শ দেন।
সে প্রেক্ষিতে (৭ মার্চ) (সোমবার) বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল ঠাকুরগাঁয় আাদালতে এ মামলা দায়ের করেন বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানাকে এফ আই আর হিসাবে রেকর্ড করার – আাদেশ প্রদান করেন। মামলা নং৬০/২২
বর্তমানে সুইটি আক্তার তার ভাইয়ের বাসায় পঙ্গুত্ব বরণ করে ভীষন কষ্টে দিন পার করছে।