
রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুরে ট্রেনের ধাক্কায় ইয়াছিন ফকির (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) বিকাল ৪টায় কালিকারপুর ইউপির কালিকাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুটির মা রেল লাইন সংলগ্ন নিজ বাড়ীর পাশে ঘাস কাটছিলেন। এ সময় শিশুটি রেল লাইনের পাশেই ঘোরাঘুড়ি করছিলো। হঠাৎ গোয়ালন্দ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ইয়াছিন ছিটকে পরে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম বলেন, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
বার্তা/এন
রাজবাড়ী প্রতিনিধি 



















