শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

“ মুজিববর্ষের সফলতা,দুর্যোগে প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। কর্মসূচিতে ছিল ব্যালি ও দুর্যোগ প্রশমনে প্রস্তুতিমূলক আলোচনা সভা।

বৃহস্পতিবার (১০ মার্চ)  সকালে এ উপলক্ষ্যে একটি র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ্, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনির হোসেন ও এসোডের কর্মকর্তা মমতাজ বেগম প্রমুখ। বক্তাগন, তাদের বক্তব্যে দুর্যোগ প্রশমনে প্রস্তুতিমূলক নানা কলাকৌশল সম্পর্কে প্রাথমিক ধারণা দেন।

 

বার্তা/এন

জনপ্রিয়

ইরানে সরকার পতনে বিপ্লবী গার্ডের ওপর হামলার আহ্বান পাহলভির

লালমনিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

প্রকাশের সময় : ০১:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২

“ মুজিববর্ষের সফলতা,দুর্যোগে প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। কর্মসূচিতে ছিল ব্যালি ও দুর্যোগ প্রশমনে প্রস্তুতিমূলক আলোচনা সভা।

বৃহস্পতিবার (১০ মার্চ)  সকালে এ উপলক্ষ্যে একটি র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ্, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনির হোসেন ও এসোডের কর্মকর্তা মমতাজ বেগম প্রমুখ। বক্তাগন, তাদের বক্তব্যে দুর্যোগ প্রশমনে প্রস্তুতিমূলক নানা কলাকৌশল সম্পর্কে প্রাথমিক ধারণা দেন।

 

বার্তা/এন