মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া: হোয়াইট হাউস

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পিসাকি

ইউক্রেনে রাসায়নিক বা জৈব অস্ত্র ব্যবহার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার (১০ মার্চ) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এই সতর্কবার্তা দিয়েছেন।

তিনি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ তুলেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র সেই অস্ত্র ইউক্রেনে পাঠাচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

ইউক্রেনে যুক্তরাষ্ট্র রাসায়নিক অস্ত্র তৈরি করছে – এমন ‘মিথ্যা দাবি’ করার অভিযোগে এক টুইট বার্তায় জেন সাকি রাশিয়ার সমালোচনা করেছেন।

তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে রাশিয়া ইউক্রেনে রাসায়নিক বা জৈব অস্ত্র ব্যবহার করার প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে। যদিও তার এই দাবির বিপরীতে কোনো প্রমাণ তিনি দেননি।

প্রেস সেক্রেটারির অভিযোগ, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অভিযোগ তুলে রাশিয়া আসলে নিজেদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের রাস্তা তৈরি করে রাখতে চেয়েছে। যেকোনো সময় তারা ওই অস্ত্র ইউক্রেনে ব্যবহার করতে পারে বলে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, রাশিয়া এখন এসব মিথ্যা দাবি করছে এবং মস্কোর এসব প্রচারণায় সমর্থন দিচ্ছে চীন। রাশিয়া এসব মিথ্যা দাবি করে ইউক্রেনে জীবাণু অস্ত্র বা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলা চালাতে পারে। তাই রাশিয়ার সম্ভাব্য জীবাণু বা রাসায়নিক হামলা নিয়ে আমাদের সবার সতর্ক ও সাবধান থাকা উচিত।

মার্কিন গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনে হামলার গতি আরো বাড়াতে পারে রাশিয়া। সেখানে প্রথাগত নয়, এমন অস্ত্র রাশিয়া ব্যবহার করতে পারে।

এর আগে গতকাল বুধবার (৯ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে সেনারা প্রায় ৮০ টন অ্যামোনিয়া দেশটির খারকিভ শহরের জোলোচিভে স্থানান্তর করেছে।

জনপ্রিয়

বিদ্রোহীদের বিরুদ্ধে হার্ডলাইনে বিএনপি, স্বতন্ত্র প্রার্থী শতাধিক

ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া: হোয়াইট হাউস

প্রকাশের সময় : ০১:৪০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২

ইউক্রেনে রাসায়নিক বা জৈব অস্ত্র ব্যবহার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার (১০ মার্চ) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এই সতর্কবার্তা দিয়েছেন।

তিনি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ তুলেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র সেই অস্ত্র ইউক্রেনে পাঠাচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

ইউক্রেনে যুক্তরাষ্ট্র রাসায়নিক অস্ত্র তৈরি করছে – এমন ‘মিথ্যা দাবি’ করার অভিযোগে এক টুইট বার্তায় জেন সাকি রাশিয়ার সমালোচনা করেছেন।

তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে রাশিয়া ইউক্রেনে রাসায়নিক বা জৈব অস্ত্র ব্যবহার করার প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে। যদিও তার এই দাবির বিপরীতে কোনো প্রমাণ তিনি দেননি।

প্রেস সেক্রেটারির অভিযোগ, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অভিযোগ তুলে রাশিয়া আসলে নিজেদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের রাস্তা তৈরি করে রাখতে চেয়েছে। যেকোনো সময় তারা ওই অস্ত্র ইউক্রেনে ব্যবহার করতে পারে বলে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, রাশিয়া এখন এসব মিথ্যা দাবি করছে এবং মস্কোর এসব প্রচারণায় সমর্থন দিচ্ছে চীন। রাশিয়া এসব মিথ্যা দাবি করে ইউক্রেনে জীবাণু অস্ত্র বা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলা চালাতে পারে। তাই রাশিয়ার সম্ভাব্য জীবাণু বা রাসায়নিক হামলা নিয়ে আমাদের সবার সতর্ক ও সাবধান থাকা উচিত।

মার্কিন গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনে হামলার গতি আরো বাড়াতে পারে রাশিয়া। সেখানে প্রথাগত নয়, এমন অস্ত্র রাশিয়া ব্যবহার করতে পারে।

এর আগে গতকাল বুধবার (৯ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে সেনারা প্রায় ৮০ টন অ্যামোনিয়া দেশটির খারকিভ শহরের জোলোচিভে স্থানান্তর করেছে।