
যশোরের শার্শায় সরকারি বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ ডিগ্রি কলেজের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও ২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে সাড়াতলা বাজার সংলগ্ন কলেজ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকারি বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-১ এর সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ১ নং ডিহি ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল প্রমূখ।
বার্তা/এন
মামুনুর রশিদ, স্টাফ রিপোর্টার 







































