
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ও নসিমন সংঘর্ষে দেলোয়ার (২০) ও সুজন (১৮) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ৭টার দিকে বালিয়াডাঙ্গী-লাহিড়ী সড়কের গোয়ালকারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই তরুণের বাড়ি বালীয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া গ্রামে। তারা একই গ্রামের দায়মুল ইসলামের ছেলে সুজন ও আফাজের ছেলে দেলোয়ার। দুজন সম্পর্কে চাচাতো ভাই।
স্হানিয় ও থানা সূত্রে জানা যায় যে, দেলোয়ার ও সুজন সম্পর্কে চাচাতো ভাই। দেলোয়ার ও তার ভাগনি ঢাকা থেকে সকালে বালিয়াডাঙ্গী আসেন। বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল যোগে তাদেরকে বাসায় আনতে যান সুজন। বাসায় আসার পথে এ ঘটনা ঘটে। সুজন ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে রংপুর মেডিকেলে নেওয়ার পথে দেলোয়ার মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম ডন জানান, সকালে ঢাকা থেকে দেলোয়ার ও তার ভাগ্নি্ বালিয়াডাঙ্গী আসে। তাকে বাইক যোগে বাসায় নিতে আসেন সুজন। ফেরার পথে অপরদিক থেকে আসা নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যান সুজন। অন্যদিকে দেলুয়ারের অবস্থা আশঙ্কাজনক হলে রংপুর মেডিকেলে নেওয়ার পথে দেলুয়ারো প্রাণ হারান।আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বার্তা/এন
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি 







































