শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন আহব্বায়ক কমিটি গঠন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে।   রাজ রাজনকে আহব্বায়ক    ও পনির আহম্মেদ কে ১নং যুগ্নআহব্বায়ক  করে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।
ওই কমিটির অনুমোদন দিয়েছে জামালপুর জেলা ছাত্রলীগ।  রাজ রাজনকে ওই কমিটির আহব্বায়ক  এবং ৯ জনকে  যুগ্নআহব্বায়ক  করে নতুন আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বুধবার (৯ মার্চ) ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি নিহাদুল আলম(নিহাদ)  এবং সাধারণ সম্পাদক মাসুদবিন জালাল প্লাবন এই কমিটির অনুমোদন দেন। আজ  বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদ  কমিটির এই তথ্য জানান।
বকশীগঞ্জ ছাত্রলীগের নতুন আহব্বায়ক কমিটির যুগ্নআহব্বায়ক  করা হয়েছে ৯ জনকে। তাঁরা হলেন পনির আহম্মেদ , সোয়েব আল হাসান সজল,, ফাহিম ফয়সাল রিফাত, শাহ মোহাম্মদ শান্ত, মিজানুর রহমান লুৎফর,, আবির হোসেন নিরব, আব্দুল্লাহ আল মারুফ, আজিজুর রহমান আজিজ, মোছা : জেমি ইয়াসমিন,।
সংগঠন সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ২ মাস আগে বকশীগঞ্জ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ২০১৪ সালে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের  কমিটি গঠন করা হয়েছিল। নবগঠিত কমিটির আহব্বায়ক  রাজ রাজন  গত উপজেলা কমিটির সহসম্পাদক ও কলেজ ছাত্রলীগের সহসভাপতি  ছিলেন। এ ছাড়া নতুন কমিটির ১নং যুগ্নআহব্বায়ক  পনির আহম্মেদ  গত কমিটির   সম্পাদক ছিলেন।
 চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে ত্যাগের মনোভাব নিয়ে সংগঠনের আদর্শ সমুন্নত রেখে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশার কথা জানান আহব্বায়ক রাজ রাজন। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে সত্যিকারভাবে তাঁর আদর্শ বুকে ধারণ করে ছাত্রসমাজের কল্যাণ কাজ করা হবে। কেন্দ্রীয় সংসদের ও জেলা কমিটির নির্দেশে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ  কমিটি করে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।
বার্তা/এন
জনপ্রিয়

রাণীশংকৈলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধর, থানায় মামলা 

বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন আহব্বায়ক কমিটি গঠন

প্রকাশের সময় : ০৮:৩৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে।   রাজ রাজনকে আহব্বায়ক    ও পনির আহম্মেদ কে ১নং যুগ্নআহব্বায়ক  করে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।
ওই কমিটির অনুমোদন দিয়েছে জামালপুর জেলা ছাত্রলীগ।  রাজ রাজনকে ওই কমিটির আহব্বায়ক  এবং ৯ জনকে  যুগ্নআহব্বায়ক  করে নতুন আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বুধবার (৯ মার্চ) ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি নিহাদুল আলম(নিহাদ)  এবং সাধারণ সম্পাদক মাসুদবিন জালাল প্লাবন এই কমিটির অনুমোদন দেন। আজ  বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদ  কমিটির এই তথ্য জানান।
বকশীগঞ্জ ছাত্রলীগের নতুন আহব্বায়ক কমিটির যুগ্নআহব্বায়ক  করা হয়েছে ৯ জনকে। তাঁরা হলেন পনির আহম্মেদ , সোয়েব আল হাসান সজল,, ফাহিম ফয়সাল রিফাত, শাহ মোহাম্মদ শান্ত, মিজানুর রহমান লুৎফর,, আবির হোসেন নিরব, আব্দুল্লাহ আল মারুফ, আজিজুর রহমান আজিজ, মোছা : জেমি ইয়াসমিন,।
সংগঠন সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ২ মাস আগে বকশীগঞ্জ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ২০১৪ সালে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের  কমিটি গঠন করা হয়েছিল। নবগঠিত কমিটির আহব্বায়ক  রাজ রাজন  গত উপজেলা কমিটির সহসম্পাদক ও কলেজ ছাত্রলীগের সহসভাপতি  ছিলেন। এ ছাড়া নতুন কমিটির ১নং যুগ্নআহব্বায়ক  পনির আহম্মেদ  গত কমিটির   সম্পাদক ছিলেন।
 চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে ত্যাগের মনোভাব নিয়ে সংগঠনের আদর্শ সমুন্নত রেখে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশার কথা জানান আহব্বায়ক রাজ রাজন। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে সত্যিকারভাবে তাঁর আদর্শ বুকে ধারণ করে ছাত্রসমাজের কল্যাণ কাজ করা হবে। কেন্দ্রীয় সংসদের ও জেলা কমিটির নির্দেশে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ  কমিটি করে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।
বার্তা/এন