
যে সমস্ত যাত্রী ভারত থেকে ফিরে আসছেন ওই সমস্ত যাত্রীদের বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত কোভিড-১৯ এর দুইটি টিকার ডোজ বা জনসন এন্ড জনসন কোম্পানির একটি টিকার ডোজ দেওয়া থাকলে এখন থেকে করোনা টেস্টের সনদ লাগবেনা।
সোমবার (১৪ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্যবিভাগের ডাক্তার ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করে জানান,গতকাল এরকম একটি চিঠি আমরা পেয়েছি।
এদিকে বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়,বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত যেকোন টিকার দুইটি ডোজ বা জনসন এন্ড জনসন এর একটি ডোজ গ্রহনকারী যাত্রী ভারত থেকে ফেরত আসলে তার আরটি পিসিআরের ৭২ ঘন্টার করোনার সনদ প্রয়োজন হবেনা।যারা এ আওতার বাইরে থাকবেন তাদেরকে ৭২ ঘন্টার করোনা টেস্টের সনদ বাধ্যতামূলক।
এদিকে, যে সমস্ত পাসপোর্টধারী যাত্রী ভারতে যাচ্ছেন ওই সমস্ত যাত্রীদের যাদের বুস্টার ডোজ অর্থ্যাৎ তৃতীয় ডোজ সম্পন্ন করা আছে তাদের জন্য করোনা টেস্টের সনদ লাগবেনা।কিন্তু যে সমস্ত যাত্রীদের শরীরে উপসর্গ থাকবে তাদেরকে বাধ্যতামূলোক আইসোলেশনে থেকে করোনা টেস্ট করতে হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি রাজু আহমেদ জানান,ভারত থেকে ফিরে আসা বাংলাদেশি যাত্রী যাদের সরকার কর্তৃক অনুমোদিত করোনার দুইটি টিকার ডোজ বা জনসন এন্ড জনসন এর একটি টিকা দেওয়া আছে তাদের জন্য লাগবেনা ৭২ ঘন্টার আরটিপিসিআরের নেগেটিভ সার্টিফিকেট সনদ।যা আজ থেকে কার্যকর হয়েছে।
বার্তা/এন
ইমরান হোসেন আশা, বেনাপোল 





































