
নড়াইলে তিন মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। আজ সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।
এছাড়া প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আসামিরা হলেন- যশোরের বাঘারপাড়া থানার কিসমত মাহমুদপুরের মহিদুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (৪০), একই এলাকার শহিদুল মোল্যার ছেলে সুমন মোল্যা (৪২) ও একই এলাকার সাব্বির মোল্যা (৪১)। সাব্বির পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৮ জুন যশোর-নড়াইল সড়কের পিয়ারী বটতলা এলাকায় ৪৫ বোতল ফেনসিডিলসহ তিন মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ঘটনায় নড়াইল সদর থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে পুলিশ। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ সোমবার ওই রায় ঘোষণা করেন।
নড়াইল প্রতিনিধি 







































