
হাসবে রুগি বাঁচবে প্রাণ যদি করি রক্তদান ’ এ স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চর চাম্টা গ্রামে হযরতপুর ব্লাড সোসাইটির সংগঠনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ ক্যাম্পি চলমান ছিল এ সময় বিনামূল্যে এক শতাধিক মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
তাদের এই ডাকে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ও সাড়া দিয়েছেন। একদল স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধানে প্রত্যেকে তাদের রক্ত পরীক্ষার মাধ্যমে দ্রুত সময়ে ব্লাড গ্রুপ সনাক্ত করতে সক্ষম হয়।
হযরতপুর ব্লাড সোসাইটি গ্রুপের দায়িত্বশীল সদস্যরা অত্যন্ত সুন্দরভাবে তাদের রক্ত পরীক্ষার এই কার্যক্রম সম্পন্ন করেন।
এই সময় উপস্থিত ছিলেন গ্রুপের প্রতিষ্ঠাতা হাছান মাহমুদ শামীম, গ্রুপের স্বেচ্ছাসেবক আতিকুল ইসলাম আজাদুল,আরবাজ রোমান, শাকিব আহমেদ সহ আরো অনেকে।
আতিকুল ইসলাম আজাদুল, স্টাফ রিপোর্টার 




































