
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সহ উপজেলার বিভিন্ন গ্রামে চার গৃহস্থের বাড়িতে সিঁদ কেটে গত এক সপ্তাহে ১১ টি দুধেল গাভী ও ষাড় গরু চুরির ঘটনা ঘটেছে। অব্যাহত এ চুরির ঘটনায় আতংকিত হয়ে পড়েছে এলাকাবাসী।
জানাগেছে, ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দক্ষিণ হাটশহর গ্রামের বেলাল উদ্দিনের ৩টি গরু এবং একই সপ্তাহে উপজেলার মামুদপুর ইউনিয়নের দেওগ্রামের এরফান আলীর ৩ টি, শাহিনুরের ২ টি, ক্ষেতলাল পৌর এলাকার শাখারুঞ্জ মহল্লার বেলাল উদ্দিনের ৩ টি সহ গত এক সপ্তাহে উপজেলায় মোট ১১ টি গরু চুরির খবর পাওয়া গেছে। এই গরু চুরি ঠেকাতে গ্রামে গ্রামে পাহাড়া দেওয়ার পরামর্শ দিয়েছেন স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানরা।
উপজেলার দক্ষিণ হাটশহর গ্রামের শাহিনুর ইসলাম বলেন, গত ০৯ মার্চ বুধবার গভীর রাতে চোর সদস্য সিঁদ কেটে আমার বাড়ির ভিতর ঢুকে গোয়াল ঘরের তালা ভেঙ্গে ২টি দুধেল গাভী চুরি করেছে।
বড়াইল ইউপি চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর বলেন, এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। আমি মনে করি একটি মহল সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পরিকল্পিত ভাবে এসব চুরির ঘটনা ঘটাচ্ছে। তবে আমি গরু চুরি রোধে আমার ইউনিয়নে জনগনকে রাতে গ্রামে পাহাড়া বসানোর অনুরোধ করেছি।
ক্ষেতলাল থানার ওসি রওশন ইয়াজদানী বলেন, গরু চোরদের বিষয়ে উল্লেখ্য যোগ্য অগ্রগতি হয়নি তবে প্রকৃত গরু চোরদের ধরতে আমরা তৎপর আছি।
বার্তা/এন
শাহিনুর ইসলাম শাহিন, ক্ষেতলাল (জয়পুরহাট) 




























