
মুন্সিগঞ্জের সিরাজদিখানে রাতের আধারে সরকারি নিষেধ অমান্য করে ওয়ার্ড আওয়ামীলিগের সভাপতি সুরুজ আলীর মাটি বিক্রির মহোৎসব। উপজেলার কোলা ইউনিয়নের নন্দনকোনা চকের ৩ ফসলি মাটি কেটে বিক্রি করছেন ইট ভাটায় পাশ্ববর্তী জমি ভেঙ্গে পরার উজ্জল সম্ভাবনা রয়েছে। মাটি ভর্তি ড্রাম-ট্রাক যাতায়াতের ফলে আশ্রয় প্রকল্প হতে নন্দনকোনা চৌরাস্তা পর্যন্ত রাস্তাটি চলাচলে অনুপযোগি হয়ে পরেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কোলা ইউনিয়নের নন্দনকোনা চক থেকে মাটি কেটে বিক্রি করছে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুরুজ আলী । সুরুজ আলী প্রভাবশালী ব্যক্তি হওয়ায় ভয়ে কিছু বলতে পারছে না স্থানীয় এলাকাবাসি ।চকের মাঝখানে ১০/১২ ফিট গভীর করে মাটি তোলায় পাশের জমি ভেঙ্গে পরার সম্ভাবনা রয়েছে। অপর দিকে নন্দকোনা চৌরাস্তা হতে কোলা আশ্রায়ণ প্রকল্পে যাতায়াতের রাস্তা ও যাতায়াত অনুপযোগী হয়ে পরছে মাটি ভর্তি ড্রাম-ট্রাক যাতায়াতের ফলে।
স্থানীয়রা জানায় ,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি একজন প্রভাবশালি ব্যক্তি তার বিরুদ্ধে কথা বলার সাহস কি আর আমাদের আছে? তবে তার মাটি ভর্তি ড্রাম-ট্রাক যাতায়াতের কারনে আমাদের এই রাস্তাটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে সামনে বৃষ্টির দিন বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে হেটে আসাই মুস্কীল হয়ে যাবে । আর চকের মাঝখানে জমি কাটায় আশ-পাশের জমি গুলো ভেঙ্গের পরার ও সম্ভাবনা ও রেয়েছে।
এবিষয় কোলা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু বলেন, বিষয়টি আমার জানা ছিলো না আপনার মাধ্যমে জানতে পারলাম । আমি ইউপি সদস্য মাধ্যমে ব্যবস্থা গ্রহন করছি।
এবিষয় কোলা উপসহকারি কমিশনার ভুমি মোঃ আলমগীর হোসেন জানান, ইতিপূর্বে একবার বন্ধ করে দিয়েছিলাম পরবর্তীতে রাতের আধার মাটি কাটার তথ্য পেয়ে আমি পুনরায় ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা নিষেধ করে আসছি।
বার্তা/এন
শহিদ শেখ (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 



















