
বেনাপোল প্রতিনিধি।।
যশোরের শার্শা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলে বৃহস্পতিবার বিকেলে নাভারন দলীয় কার্যালয়ে এক আলেচানা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেক কেটে পালন করা হয় বঙ্গবন্ধুর জন্ম দিন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল মান্নান মিন্নু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাড নবী নওয়াজ মোঃ মুজিবুদ্দৌলা সরদার কনক। মোঃ মশিয়ার রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যাপক কামারুল ইসলাম, অধ্যাপক মনিরুল হাসান সোনা, নাসিম রেজা পিন্টু, সিদ্দিকুর রহমান, খালেদ মাহমুদ রন্জু, রেজাউল ইসলাম রেজা, বিপ্লব, হাই বাবু, সনি, রওশন আলী দয়াল প্রমূখ। সভাটি পরিচালনা করেন রাহাত।
সকাল আটটায় বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এরপর জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদার, সিভিল সার্জন, জেলা শিা কর্মকর্তা, জেলা প্রথমিক শিা কর্মকর্তা, যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ ডাক বিভাগসহ, স্কুল কলেজের শিক, শিার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে জেলা পরিষদের বঙ্গবন্ধু ম্যূরালে ফুলেল শ্রদ্ধা জানান জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলসহ, কর্মকত্যা ও সদস্যবৃন্দ।
নিজস্ব সংবাদদাতা 

























