
জয়পুরহাটের ক্ষেতলালে সারাদেশে ন্যায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে কৃমি নাশক ট্যাবলেট শিশুদের খাওয়ানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান বলেন, কৃমি সপ্তাহ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের ৫-১১ বছর এবং মাধ্যমিক পর্যায়ের ১২-১৬ বছর বয়সী। এছাড়া ৫-১৬ বছর বয়সী স্কুল বহির্ভূত, ঝরে পড়া, পথশিশু, কর্মজীবী শিশুসহ উপজেলার ১৯ হাজার ৫০০ শিশুকে এক সপ্তাহে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে।
২০ই (মার্চ) রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ক্ষেতলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক শাহ, ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, এফপিআই মিলন, পরিদর্শক গোলাম আযম প্রমুখ।
বার্তা/এন
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি 






































