বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৬০

সংগৃহীত ছবি

সয়াবিন তেলের দাম নিয়ে দেশে হই-চই পড়লে সরকার ভ্যাট কমানোর পর এবার দাম নির্ধারণ করে দিলো। আগের নির্ধারিত দরের চেয়ে বোতলজাত সয়াবিন তেলে ৮ টাকা কমিয়ে ১৬০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম সাত টাকা কমিয়ে ১৩৬ টাকা নির্ধারণ করেছে সরকার।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মিল ও রিফাইনারি মালিকদের সঙ্গে বৈঠকে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। যা আগামী ঈদুল ফিতর পর্যন্ত বহাল থাকবে। বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব বলেন, “এক লিটারের পেট বোতলের সয়াবিন তেলের নতুন দাম ১৬০ টাকা এবং পাঁচ লিটার ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খোলা তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৩৬ টাকা লিটার। তবে পাম তেলের দাম এখনও ঠিক হয়নি। এ তেলের দাম ঠিক করতে আগামী ২২ মার্চ আবার রিফাইনারি মালিকদের সঙ্গে বৈঠক করবে মন্ত্রণালয়।
নতুন তেলের দর কবে থেকে কার্যকর হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, “এই দাম আগামীকাল সোমবার (২১ মার্চ) থেকে মিলগেটে কার্যকর হবে। তবে বাজারে কার্যকর হতে আরও ৫-৭ দিন সময় লাগবে।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সর্বশেষ বোতলজাত প্রতিলিটার সয়াবিন তেলের মূল্য ১৬৮ টাকা নির্ধারণ করা হয়েছিলো। আর পাঁচ লিটারের বোতল ৭৯৫ টাকা নির্ধারণ করেছিল। আর খোলা তেলের মূল্য নির্ধারণ করেছিল প্রতি লিটার ১৪৩ টাকা। এরপরও মিল মালিকরা আন্তর্জাতিক বাজারে বাড়তি দামের অজুহাতে দাম বাড়ানোর জন্য চাপ দিতে থাকে সরকারকে। তাতে রাজি না হলে শুরু হয় তেলের বাজারে নৈরাজ্য। বাজারে সরবরাহ সংকটও তৈরি করা হয়। আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা মিল গেইট থেকে তেল সরবরাহ দেওয়া না দেওয়ার ব্যাপারে একে অপরকে অভিযোগ করে।

 

জনপ্রিয়

খালেদা জিয়ার সমাধিতে প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধাঞ্জলি

সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৬০

প্রকাশের সময় : ১০:৩৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২

সয়াবিন তেলের দাম নিয়ে দেশে হই-চই পড়লে সরকার ভ্যাট কমানোর পর এবার দাম নির্ধারণ করে দিলো। আগের নির্ধারিত দরের চেয়ে বোতলজাত সয়াবিন তেলে ৮ টাকা কমিয়ে ১৬০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম সাত টাকা কমিয়ে ১৩৬ টাকা নির্ধারণ করেছে সরকার।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মিল ও রিফাইনারি মালিকদের সঙ্গে বৈঠকে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। যা আগামী ঈদুল ফিতর পর্যন্ত বহাল থাকবে। বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব বলেন, “এক লিটারের পেট বোতলের সয়াবিন তেলের নতুন দাম ১৬০ টাকা এবং পাঁচ লিটার ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খোলা তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৩৬ টাকা লিটার। তবে পাম তেলের দাম এখনও ঠিক হয়নি। এ তেলের দাম ঠিক করতে আগামী ২২ মার্চ আবার রিফাইনারি মালিকদের সঙ্গে বৈঠক করবে মন্ত্রণালয়।
নতুন তেলের দর কবে থেকে কার্যকর হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, “এই দাম আগামীকাল সোমবার (২১ মার্চ) থেকে মিলগেটে কার্যকর হবে। তবে বাজারে কার্যকর হতে আরও ৫-৭ দিন সময় লাগবে।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সর্বশেষ বোতলজাত প্রতিলিটার সয়াবিন তেলের মূল্য ১৬৮ টাকা নির্ধারণ করা হয়েছিলো। আর পাঁচ লিটারের বোতল ৭৯৫ টাকা নির্ধারণ করেছিল। আর খোলা তেলের মূল্য নির্ধারণ করেছিল প্রতি লিটার ১৪৩ টাকা। এরপরও মিল মালিকরা আন্তর্জাতিক বাজারে বাড়তি দামের অজুহাতে দাম বাড়ানোর জন্য চাপ দিতে থাকে সরকারকে। তাতে রাজি না হলে শুরু হয় তেলের বাজারে নৈরাজ্য। বাজারে সরবরাহ সংকটও তৈরি করা হয়। আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা মিল গেইট থেকে তেল সরবরাহ দেওয়া না দেওয়ার ব্যাপারে একে অপরকে অভিযোগ করে।