
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের মধুপুর ধুমের হাট এলাকার আলুক্ষেত থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ওই নারী বেশ কয়েক দিন ধরে মধুপুর ধুমেরহাট এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। রবিবার রাতে আলুক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় জানান, এখনো মৃতের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে পিবিআই আলামত সংগ্রহ করছে। আলামত সংগ্রহ শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
বার্তা/এন
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও 







































