শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভোজ্যতেল আমদানি কমিয়ে তেল বীজ উন্নয়নে গবেষণার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি-সংগৃহীত

ভোজ্যতেল আমদানি কমাতে তেল বীজ উন্নয়নে আরও গবেষণা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান বলেন, ধারাবাহিকভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। দেশবাসীকে শতভাগ বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে। সরকারের পরবর্তী লক্ষ্য প্রতিটি মানুষের বাসস্থান নিশ্চিত করা।

সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, ভোজ্যতেল আমদানি কমাতে তেল বীজ উন্নয়নে আরও গবেষণা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনে যেতে হবে। দেশে উৎপাদনে যেতে হলে সয়াবিন ও সূর্যমুখীর চাষ করতে হবে।


পরিকল্পনামন্ত্রী আরও জানান, এ সভায় ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। যার মধ্যে বীজের ওপর আমদানি নির্ভরতা কমাতে ৪৩৯ কোটি টাকার প্রকল্প রয়েছে। সামাজিক অবকাঠামো উন্নয়নে সারা দেশের নির্মাণ ও সংস্কার করতে ১০৮২ কোটি টাকার, ৪০৫০ কোটি টাকা ব্যয়ে সারা দেশের এমপিদের স্থানীয় সড়ক-ব্রিজ অবকাঠামো উন্নয়নের জন্য অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া উপকূল এলাকায় গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ফেনী অঞ্চলে বাদাম ভালো হয়। যেখানে তেল বীজ উৎপাদন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। সয়াবিন, সরিষা, তিল এবং চীনাবাদামসহ তেল বীজ উৎপাদনে যেতে হবে। প্রয়োজনে এটা আরও গবেষণা করে সারা দেশে ছড়িয়ে দিতে বলেছেন প্রধানমন্ত্রী।
 

জনপ্রিয়

বেনাপোলে বিএনপির নেতার ভাইয়ের মৃত্যু,জানাজায় ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

ভোজ্যতেল আমদানি কমিয়ে তেল বীজ উন্নয়নে গবেষণার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের সময় : ০৩:০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
ভোজ্যতেল আমদানি কমাতে তেল বীজ উন্নয়নে আরও গবেষণা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান বলেন, ধারাবাহিকভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। দেশবাসীকে শতভাগ বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে। সরকারের পরবর্তী লক্ষ্য প্রতিটি মানুষের বাসস্থান নিশ্চিত করা।

সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, ভোজ্যতেল আমদানি কমাতে তেল বীজ উন্নয়নে আরও গবেষণা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনে যেতে হবে। দেশে উৎপাদনে যেতে হলে সয়াবিন ও সূর্যমুখীর চাষ করতে হবে।


পরিকল্পনামন্ত্রী আরও জানান, এ সভায় ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। যার মধ্যে বীজের ওপর আমদানি নির্ভরতা কমাতে ৪৩৯ কোটি টাকার প্রকল্প রয়েছে। সামাজিক অবকাঠামো উন্নয়নে সারা দেশের নির্মাণ ও সংস্কার করতে ১০৮২ কোটি টাকার, ৪০৫০ কোটি টাকা ব্যয়ে সারা দেশের এমপিদের স্থানীয় সড়ক-ব্রিজ অবকাঠামো উন্নয়নের জন্য অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া উপকূল এলাকায় গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ফেনী অঞ্চলে বাদাম ভালো হয়। যেখানে তেল বীজ উৎপাদন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। সয়াবিন, সরিষা, তিল এবং চীনাবাদামসহ তেল বীজ উৎপাদনে যেতে হবে। প্রয়োজনে এটা আরও গবেষণা করে সারা দেশে ছড়িয়ে দিতে বলেছেন প্রধানমন্ত্রী।