
স্বাধীনতা ৫১তম বার্ষিকীতে শপথ গ্রহন করতে হবে দুর্নীতি ও দুবৃর্ত্তায়ন মুক্ত জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার শপথ গ্রহনের জন্য আহ্বান জানিয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টি-জেএসপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু্।
শনিবার ( ২৬ মার্চ) ধানমন্ডী ৩২ নাম্বারে মহা স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হলে ঐক্যবদ্ধভাবে সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে। বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন। বাংলার মানুষকে তিনি গভীরভাবে ভালোবাসতেন।

এসময় আরো উপস্থিত ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাবিনা জাহান খুশি, যুগ্ম মহাসচিব সিএম মানিক, সহ-মহিলা সম্পাদিকা রিজিয়া খাতুন, কেন্দ্রীয় নেত্রী শামিমা জাহান, মঈনুল হোসেন প্রমুখ।
ঢাকা ব্যুরো 







































