
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের বাঘারুক গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ শ্বশুর-জামাইকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ সদস্যরা।
আজ রবিবার (২৭ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই মোঃ মুশফিকের নেতৃত্বে একদল পুলিশ বাঘারুক গ্রামে অভিযান চালিয়ে আজিজ মিয়ার বাড়ি থেকে ২৫ কেজি গাঁজাসহ শ্বশুর আজিজ (৫০) ও জামাই হৃদয় (২৫) কে আটক করেছে পুলিশ।
আটক শশুর- জামাই উপজেলার দেওরগাছ ইউনিয়নের বাঘারুক গ্রামের বাসিন্দা।
তাদের গাঁজাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ। আটক শশুর-জামাইয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বার্তা/এন
মীর দুলাল (হবিগঞ্জ) প্রতিনিধি 







































