
মানিকগঞ্জের শিবালয়ে অভিযান চালিয়ে হেরোইনসহ আট মাদক সেবক ও কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- হরিদাস দে (৬৮), গোপাল চন্দ্র সরকার (৩৬), মো. লিটন মিয়া (৪০), ওয়াসিম মিয়া (৩৫), ফেরদৌস রহমান (২৩), সাব্বির হোসেন (২০), সবুজ মোল্লা (২৪) এবং উজ্জল বৈরাগী (৩০)।
ওসি নজরুল ইসলাম জানান, ডিবি পুলিশের একটি অভিযানিক দল শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের হরিদাস দে এর বসতবাড়ির উঠান থেকে পাঁচ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় মাদক বিক্রির নগদ ৮ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে শিবালয় থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বার্তা/এন
আতিকুল ইসলাম আজাদুল, স্টাফ রিপোর্টার 






































