
মুন্সীগঞ্জের শ্রীনগরে ফসলি জমির মাটি যাচ্ছে ইট ভাটাসহ বিভিন্ন স্থানে দেখার কেউ নেই। জমির উপরের অংশ (টপ সোয়েল) কেটে নেওয়ার কারনে জমির ফসল উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে। যার ফলে ধীরে ধীরে কমতে বসেছে ফসলি জমির পরিমান। যার ফলে দেখা দিতে পারে ভবিষ্যতে খাদ্য সংকট।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট আড়িয়াল বিলে ফসলি জমির মাটি কেটে ইট ভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করছেন আব্দুল মালেক এর ছেলে মোজ্জামেল নামক কথিত এক প্রভাবশালী ব্যক্তি। এলাকায় তার পালিত সন্ত্রাস বাহিনী থাকায় ভয় কিছু বলতে পারছে না এলাকাবাসি। ফসলি জমির মাঝখান থেকে মাটি কাটার কারনে পার্শ্ববর্তী জমি ভেঙ্গে পরার সম্ভাবনা ও রয়েছে।
এবিষয় মুঠোফোন জিজ্ঞাসাবাদের মোজ্জামেল বলেন, আমি ভুমি অফিসে কথা বলে অনুমতি নিয়ে আসছি। আপনার প্রয়োজন হলে আমি গিয়ে কথা বলেন।
এবিষয় উপজেলা সহকারী কমিশনার ভুমি ব্যারিস্টার সজিব আহমেদ জানান, এবিষয় তারা একটি আবেদন করেছেন। তবে কোন অনুমতি দেওয়া হয়নি।আমি তহশিলদার পাঠিয়ে ব্যবস্থা গ্রহন করছি।
বার্তা /এন
শহিদ শেখ, মুন্সীগঞ্জ প্রতিনিধি 






































