
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে পাখির অভায়ারণ্যে পাখিদের জন্য নীড় স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে । বুধবার (৩০-মার্চ) দুপুরে সদর উপজেলা পরিষদের সামনে এই পাখির নীড় স্থাপন কাজের উদ্বোধন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওমীলীগ এর সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ । এ বিষয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওমীলীগ এর সভাপতি মোঃ আমিরুল ইসলাম বলেন, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে পাখির অভায়ারণ্যে পাখিদের জন্য নীড় স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে । উপজেলা চত্বরে ১০২ টি গাছে কৃত্রিম নীড় স্থাপন করা হবে । আমাদের এই উপজেলা পরিষদ চত্বরে অনেক গাছপালা রয়েছে । প্রায় সবসময় পাখির কলরবে সমস্ত উপজেলা পরিষদ চত্বর মুখরিত থাকে । বনাঞ্চল কমে যাওয়ার কারনে পাখিদের আশ্রয়স্থল সংকট দেখা দিয়েছে । আর যেহেতু এখান অনেক পাখি আশ্রয় গ্রহণ করছে তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে গাছে গাছে পাখির জন্য কৃত্রিম নীড় বেঁধে দেওয়া হচ্ছে । এতে করে একদিকে যেমন পাখিরা নিরাপদে আশ্রয় নিতে পারবে । অপরদিকে গাছে গাছে কৃত্রিম নির বেঁধে দেওয়ার কারণে নতুন করে আরও বিভিন্ন প্রজাতির পাখি আশ্রয় গ্রহণ করবে বোলে আমরা আশাবাদী । উপজেলা পরিষদ চত্বরে গাছে গাছে পাখিদের জন্য কৃত্রিম নীড় স্থাপন করায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিভিন্ন পরিবেশবাদী সামাজিক সংগঠনের কর্মীরা।
মাহামুদুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ 







































