শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

ছবি সংগৃহীত

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে একটি বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট এমনটি জানান। খবর এনডিটিভির।

এদিকে গতকাল মঙ্গলবার সরকারি জোট ছেড়ে গেছেন অন্তত ৪১ জন আইনপ্রণেতা। এ অবস্থায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।

এর আগে গত ১ এপ্রিল তীব্র অর্থনৈতিক সংকটের জের ধরে সহিংস বিক্ষোভের পর শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়।

১৯৪৮ সালে শ্রীলঙ্কা স্বাধীন হওয়ার পর এবারই ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। দেশজুড়ে চলছে জ্বালানির হাহাকার। পরিবহন প্রায় বন্ধ। খরচ বাঁচাতে ১০-১৩ ঘণ্টা লোডশেডিংও করা হচ্ছে দেশজুড়ে। এরই প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন শ্রীলঙ্কান জনগণ। সূত্র : এনডিটিভি

জনপ্রিয়

যশোর কেশবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

প্রকাশের সময় : ০৪:২৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে একটি বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট এমনটি জানান। খবর এনডিটিভির।

এদিকে গতকাল মঙ্গলবার সরকারি জোট ছেড়ে গেছেন অন্তত ৪১ জন আইনপ্রণেতা। এ অবস্থায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।

এর আগে গত ১ এপ্রিল তীব্র অর্থনৈতিক সংকটের জের ধরে সহিংস বিক্ষোভের পর শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়।

১৯৪৮ সালে শ্রীলঙ্কা স্বাধীন হওয়ার পর এবারই ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। দেশজুড়ে চলছে জ্বালানির হাহাকার। পরিবহন প্রায় বন্ধ। খরচ বাঁচাতে ১০-১৩ ঘণ্টা লোডশেডিংও করা হচ্ছে দেশজুড়ে। এরই প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন শ্রীলঙ্কান জনগণ। সূত্র : এনডিটিভি