
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অভিযান চালিয়ে চারটি চোরাই সিএনজিসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করছেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ ।
অভিযানে আটক পাঁচজন হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার বিশ্বনাথপুরের মো. আতোয়ার আলীর ছেলে মো. হানিফ সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা গ্রামের মো. আমির আলীর ছেলে মো. আজাহার আলী এবং একই উপজেলার পূর্ব কুষ্টিয়া গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে মো. সুমন মিয়া।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, বেশ কিছুদিন ধরেই মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় একটি সংঘবদ্ধ চোর চক্র সিএনজি চুরি করে আসছিল। এই চোর চক্রকে ধরার জন্য আমরা ডিবি টিমের নেতৃত্বে একটি দল গঠন করি। তাদের দায়িত্বই ছিল যারা এই চোরাই কাজের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তার করা। গতকাল (বৃহস্পতিবার) রাতে আমরা জানতে পারি সাটুরিয়ার পূর্ব কুষ্টিয়া গ্রামে কিছু চোরাই সিএনজি সংরক্ষিত করে রেখেছে চোর চক্রটি। এরই ধারাবাহিকতায় আমরা সেই গ্রামে অভিযান চালিয়ে আজ ভোরে চারটি সিএনজিসহ তিনজনকে আটক করি।
এ ঘটনায় জড়িত আরো তিনজন পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাোহত রয়েছে। উদ্ধার চারটি সিএনজির বাজারমূল্য ২০ লাখ টাকা। এ বিষয়ে সাটুরিয়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
আতিকুল ইসলাম আজাদুল, স্টাফ রিপোর্টার 







































