
রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরো অস্ত্র সহায়তা দেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
গতকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান জো বাইডেন।
তবে ইউক্রেন এবার কোন ধরনের অস্ত্র সহায়তা পাঠানো হবে তা তিনি স্পষ্ট করেননি।
সম্প্রতি ইউক্রেনকে নিরাপত্তা সহায়তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ৮০ কোটি মার্কিন ডলারের প্যাকেজ প্রদানের ঘোষণা দেন । এরপর থেকেই ইউক্রেনে দেশটির সামরিক সরঞ্জাম আসতে শুরু করেছে। এর মধ্যে একাধিক এমআই-১৭ হেলিকপ্টার, কামানসহ ড্রোনও রয়েছে।
ইউক্রেনকে যখন পশ্চিমা দেশগুলো সামরিক সহায়তা দিয়ে আসছে তখন এর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। ইউক্রেনকে অস্ত্র সহায়তা প্রদান বন্ধ না করলে পরিণতি ভয়াবহ হবে বলে সতর্কবার্তা দিয়েছে রাশিয়া।
আন্তর্জাতিক ডেস্ক 







































