
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । রোববার দুপুরে পীরগঞ্জ উপজেলা পৌর অডিটোরিয়ামে উপজেলা বিএনপির এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়। সেই সাথে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ৭’শ ১৫ জন ভোটার ,৬৭৩ জন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের প্রার্থিতা বাছাই করেন।
এতে সাধারণ সম্পাদক পদে জিয়াউল ইসলাম জিয়া ৩৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাকাউল হক জিলানী রিংকু ২৮৩ ভোট পেয়ে পরাজিত হয়েছে। সংগঠনিক সম্পাদক পদে উপজেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান চৌধুরী ৪৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুকুমার রায় ১৯৫ ভোট পেয়ে পরাজিত হন।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার নূর করিম জানান, মোট ৭’শ ১৫ জন ভোটার ,৬৭৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছে। তিনি আরো জানান সাধারণ সম্পাদক এর প্রাপ্ত ভোটের মধ্যে ৯ টি, সাংগঠনিক সম্পাদক এর ১৮ টি ভোট বাতিল বলে গণ্য করা হয়। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে।
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও 






































