
ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে পৌঁছেছেন।
বুধবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১২ মিনিটে তাকে বহনকারী বিমানবাহিনীর একটি হেলিকপ্টার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ধানখালীতে নির্মিত হ্যালিপ্যাডে অবতরণ করে।
জানা গেছে, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ধানখালীতে থেকে রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন গাড়িতে করে সুশীলনের টাইগার পয়েন্ট হয়ে মুন্সিগঞ্জ থেকে তিন কিলোমিটার দূরে কুলতী গ্রামে যান। একই সঙ্গে জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বসবাসের এলাকা, সাইক্লোন সেন্টার ও বেড়িবাঁধ পরিদর্শন করবেন তিনি। এ সময় তিনি বাঁধের পাশে বসবাসকারী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলবেন।
এদিকে আজ বুধবার দুপুরে রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন স্থানীয় বরসা রিসোর্টে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এ ছাড়া তিনি সুন্দরবন ভ্রমণ ও বনবিভাগের লোকজনের সঙ্গেও কথা বলবেন।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনীর স্টেশন অফিসার নুরুল আমিন বলেন, আজ বুধবার সুন্দরবনে সর্বত্র নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সুন্দরবনে সব ধরনের নৌযান ও পর্যটক প্রবেশ বন্ধ থাকবে।
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরো 







































