
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার বছরের প্রধান আবাদের বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে ৷ উপজেলা কৃষি বিভাগের আয়োজনে সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি ভেংড়ী মাঠে বেশী হারে ফলনশীল ২৮ জাতের ধান কাটা হয় ৷

নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী ৷ জানা গেছে ধান কাটার পর মাড়াইশেষে এর ওজনে আশানুরূপ ফলন হয়েছে
সাহারুল হক সাচ্চু . উল্লাপাড়া 







































