
বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদীর চর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে চর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর বয়স আনুমানিক ৭০। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
নিহতের পরিচয় না থাকায় মরদেহ আঞ্জুমানে মফিদুলে দাফন করতে দেওয়া হবে বলে জানান তিনি।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 







































