
মুন্সিগঞ্জের সিরাজদিখানে খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের চুড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৯ এপ্রিল সকাল ১০ টায় উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পবিত্র কুরআন তেলওয়াত মধ্য দিয়ে খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অভিভাবক সভাপতি মোস্তাফা কামাল এর সভাপতিত্বে মাহমুদুল রহমান এর সঞ্চালনায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ঈদুল ফিতরের দ্বিতীয় দিন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এ-সময় উপস্থিত ছিলেন জাতীয় সংঘের কর্মকর্তা বালুচর নজরুল ইসলাম,বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আওলাদ হোসেন, খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো: আলী আশরাফ, বিল্লাল মাষ্টার,জাহাঙ্গীর আলম জাহিদ,যুবায়ের আলম প্রমুখ।
শহিদ শেখ, মুন্সীগঞ্জ প্রতিনিধি 







































