
অত্যান্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে,যশোরের ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুর ছিদ্দিকীয়া আলিম মাদ্রাসার এবতেদায়ী প্রধান শিক্ষক মোঃ শাহ আলম কবির (৪২) আজ শুক্রবার (৬ মে) বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় হার্ট অ্যাটাক জনিত কারণে মারা গেছেন।ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র এবং এক কন্যা সন্তান রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আজ রাত ৯ টার সময় শ্রীরামপুর আলিম মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
এদিকে শিক্ষক শাহ আলমের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ হারুন অর রশিদ, মহাসচিব শান্ত ইসলাম, যশোর জেলার আহবায়ক প্রভাষক আনোয়ারুল করিম, ঝিকরগাছা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আশরাফুজ্জামান বাবু, সাধারন সম্পাদক আদম শফিউল্লাহ সহ সকল নেতৃবৃন্দ।
শোকবার্তায় নেতৃবৃন্দ- মরহুমের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের জন্য আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌসের প্রার্থনা করা সহ শোকসন্তপ্ত পরিবারটিকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানান।
ঝিকরগাছা প্রতিনিধি 




































