
ঘূর্ণিঝড় ‘আসানি’র প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের রাঙামাটির সাজেক-ভ্যালি সফর স্থগিত করা হয়েছে।
রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতির আগামী ১২ থেকে ১৪ মে রাঙামাটি জেলার সফরসূচিটি ঘূর্ণিঝড় আসানির প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তীতে জানানো হবে।’
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাষ্ট্রপতির সাজেক সফর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে।
নিজস্ব সংবাদদাতা 







































