শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় পেট জোড়া লাগা দুই যমজ শিশুর জন্ম

পেট জোড়া লাগানো দুই শিশুর জন্ম হয়েছে। আজ শনিবার বিকালে সাতক্ষীরার শ‍্যামনগর উপজেলা সদরে একটি ক্লিনিকে শিশু জন্ম গ্রহন করেন। শিশু ও মা সুস্থ আছেন।

শ‍্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রামেরর ফজর আলী জানান, তার স্ত্রী তোহরা খাতুন গর্ভবতী ছিলেন। তাকে ভর্তি করা হয় শ‍্যামনগর উপজেলা সদরের একটি ক্লিনিকে। ডা: ইভা খাতুন তার স্ত্রীকে সিজার করেন। সিজারের পরে দেখা যায় বাচ্ছার পেট জোড়া লাগানো। মাথা দুটো। হাত চারটে।
ডাক্তার ইভা খাতুন জানান, বাচ্ছার পেট জোড়া লাগানো অবস্থায় সিজার করা হয়। বর্তমানে বাচ্চা ও মা উভয়ই সুস্থ আছেন বলে ডাক্তার জানান।

জনপ্রিয়

তারেক রহমান সপরিবারে যমুনায়

সাতক্ষীরায় পেট জোড়া লাগা দুই যমজ শিশুর জন্ম

প্রকাশের সময় : ১১:৪৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২

পেট জোড়া লাগানো দুই শিশুর জন্ম হয়েছে। আজ শনিবার বিকালে সাতক্ষীরার শ‍্যামনগর উপজেলা সদরে একটি ক্লিনিকে শিশু জন্ম গ্রহন করেন। শিশু ও মা সুস্থ আছেন।

শ‍্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রামেরর ফজর আলী জানান, তার স্ত্রী তোহরা খাতুন গর্ভবতী ছিলেন। তাকে ভর্তি করা হয় শ‍্যামনগর উপজেলা সদরের একটি ক্লিনিকে। ডা: ইভা খাতুন তার স্ত্রীকে সিজার করেন। সিজারের পরে দেখা যায় বাচ্ছার পেট জোড়া লাগানো। মাথা দুটো। হাত চারটে।
ডাক্তার ইভা খাতুন জানান, বাচ্ছার পেট জোড়া লাগানো অবস্থায় সিজার করা হয়। বর্তমানে বাচ্চা ও মা উভয়ই সুস্থ আছেন বলে ডাক্তার জানান।