
যশোরের শার্শা সীমান্তের বসতপুর থেকে ৮ কেজি ৩০০ গ্রাম ভারতীয় রুপাসহ জসিম উদ্দিন (৩৯) নামে এক পাচারকারীকে আটক করেছ পুলিশ।
গতকাল মঙ্গলবার(২৪ মে) বিকালে উপজেলার গোগা-সাতমাইল সড়কের বসতপুর গ্রামে থেকে এ রুপার চালানটি আটক করা হয়। আটক জসিম উদ্দিন শার্শা উপজেলার গোগা গাজীপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, রুপা পাচারের হচ্ছে গোপন খবর পেয়ে উপজেলার গোগা-সাতমাইল সড়কের বসতপুর গ্রামে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ জসিমকে আটক করা হয়।পরে মোটরসাইকেলে তল্লাশি করে ৮ কেজি ৩০০ গ্রাম ভারতীয় রুপা পাওয়া।
শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান,আটকের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
মাহবুব আলম, স্টাফ রিপোর্টার 







































