শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাসপোর্ট যাত্রীর পাকস্থলী থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার, আটক ২

ভারতে পাচারের সময় বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্ট থেকে ফাহাদুজজামান (২৩) নামে এক যুবকের পাকস্থলী থেকে ৪০০.৬৬ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও এসএসআই সদস্যরা। এসময় তার সাথে থাকা এক সহোযোগিকে আটক করা হয়।
আজ বুধবার (২৫ মে) সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শরিয়তপুর জেলার পালং থানার সোলপাড়া গ্রামের নূরুজজামানের ছেলে মোঃ ফাহাদুজজামান যার পাসপোর্ট নম্বর অ – ০৩৫২৪৬১৯ এবং তার সহোযোগি একই এলাকার কাসেম খানের ছেলে নানটু। যার পাসপোর্ট নম্বর – অ০০২৫৩৪৪৮।
বেনাপোল কাস্টমসের যুগ্ম- কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, একজন পাসপোর্ট যাত্রী তার শরীরে স্বর্ণের বার বহন করে পাসপোর্ট যোগে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে কাস্টমস কর্মকর্তারা এক সহোযোগিসহ তাকে আটক করে। পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে এক্সেরে করে পাকস্থলী থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা সোর্পদ করা হয়েছে।

জনপ্রিয়

নির্বাচনে জাতীয় পার্টিকে অযোগ্য ঘোষণার দাবি আখতার হোসেনের

পাসপোর্ট যাত্রীর পাকস্থলী থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার, আটক ২

প্রকাশের সময় : ০৪:৩৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২

ভারতে পাচারের সময় বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্ট থেকে ফাহাদুজজামান (২৩) নামে এক যুবকের পাকস্থলী থেকে ৪০০.৬৬ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও এসএসআই সদস্যরা। এসময় তার সাথে থাকা এক সহোযোগিকে আটক করা হয়।
আজ বুধবার (২৫ মে) সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শরিয়তপুর জেলার পালং থানার সোলপাড়া গ্রামের নূরুজজামানের ছেলে মোঃ ফাহাদুজজামান যার পাসপোর্ট নম্বর অ – ০৩৫২৪৬১৯ এবং তার সহোযোগি একই এলাকার কাসেম খানের ছেলে নানটু। যার পাসপোর্ট নম্বর – অ০০২৫৩৪৪৮।
বেনাপোল কাস্টমসের যুগ্ম- কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, একজন পাসপোর্ট যাত্রী তার শরীরে স্বর্ণের বার বহন করে পাসপোর্ট যোগে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে কাস্টমস কর্মকর্তারা এক সহোযোগিসহ তাকে আটক করে। পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে এক্সেরে করে পাকস্থলী থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা সোর্পদ করা হয়েছে।