
যশোরে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করায় কন্যার বাবাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (২৭ মে) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপ দাশ এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি (বাবা) নাম শামীম (৪০)। মেয়ে আমেনার বয়স ১৬ বছর ০৮ মাস ২৯ দিন হওয়ায় তাকে এ সাজা দেয়া হয়েছে।
ইউএনও অনুপ দাশ বলেন, যশোর শহরের সিটি কলেজ পাড়ার ৩ নম্বর কলোনীতে আমেনা খাতুন (১৬) বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে কয়েকজন পুলিশ নিয়ে মেয়েটির বাড়িতে যেয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে সে সময় বর পক্ষের লোকজন বিয়ের আসরে না এসেই পালিয়ে যান। পরে মেয়েটির বাবা শামীমকে আটক করে পুলিশ।
এ অভিযানে আরও উপস্থিত ছিলেন যশোরের মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক আনিছুর রহমান।
যশোর প্রতিনিধি 







































