শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে পকেটমার চক্রের ১৬ সদস্য আটক

ঝিনাইদহে আন্তঃজেলা পকেটমার চক্রের ১৬ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার (২৮ মে) বিকেলে জেলা বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, জেলা বিএনপির সম্মেলনে হাজার হাজার মানুষের উপস্থিতি থাকবে এই সুযোগ কাজে লাগিয়ে ওই চক্রটি ২টি মাইক্রোবাস যোগে ঝিনাইদহে আসে।

সম্মেলন চলাকালীন সময়ে মোবাইল ফোন চুরি কারার সময় মুরাদ শেখ নামের এক আন্তঃজেলা পকেটমার চক্রের সদস্যকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে দলের অন্য সদস্যরা ২টি মাইক্রোবাসে পালিয়ে যাওয়া চেষ্টা করে। সেসময় ডিবি পুলিশের একটি দল ঝিনাইদহ শহরের জজ কোর্টের সামনে চেকপোস্ট বসিয়ে ১৬ সদস্যকে আটক করে। সেসময় তাদের কাছে থেকে উদ্ধার করা হয় ১০ মোবাইল, ৬১ হাজার টাকা। জব্দ করা হয় দুটি মাইক্রোবাস।

চক্রটি দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ টার্গেট করে এই অপরাধগুলো করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। তাদের বাড়ি খুলনা, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, সিলেট, কুমিল্লা, শরিয়তপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে।

জনপ্রিয়

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেনাপোলে কুলি-শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল

ঝিনাইদহে পকেটমার চক্রের ১৬ সদস্য আটক

প্রকাশের সময় : ০২:৫৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২

ঝিনাইদহে আন্তঃজেলা পকেটমার চক্রের ১৬ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার (২৮ মে) বিকেলে জেলা বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, জেলা বিএনপির সম্মেলনে হাজার হাজার মানুষের উপস্থিতি থাকবে এই সুযোগ কাজে লাগিয়ে ওই চক্রটি ২টি মাইক্রোবাস যোগে ঝিনাইদহে আসে।

সম্মেলন চলাকালীন সময়ে মোবাইল ফোন চুরি কারার সময় মুরাদ শেখ নামের এক আন্তঃজেলা পকেটমার চক্রের সদস্যকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে দলের অন্য সদস্যরা ২টি মাইক্রোবাসে পালিয়ে যাওয়া চেষ্টা করে। সেসময় ডিবি পুলিশের একটি দল ঝিনাইদহ শহরের জজ কোর্টের সামনে চেকপোস্ট বসিয়ে ১৬ সদস্যকে আটক করে। সেসময় তাদের কাছে থেকে উদ্ধার করা হয় ১০ মোবাইল, ৬১ হাজার টাকা। জব্দ করা হয় দুটি মাইক্রোবাস।

চক্রটি দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ টার্গেট করে এই অপরাধগুলো করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। তাদের বাড়ি খুলনা, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, সিলেট, কুমিল্লা, শরিয়তপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে।