
মুন্সিগঞ্জের সিরাজদিখানে একজন সাজাপ্রাপ্ত আসামী ও গাঁজাসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (২৮ মে) দিবাগত রাতে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হকের দিকনির্দেশনায় এসআই অনিল চন্দ্র, এসআই কামরুল হাসান,এএসআই আমির হোসেন উপজেলার বয়রাগাদী ইউনিয়নের রায়ের বাগ গ্রামে অভিযান চালিয়ে ছোবহান শেখের ছেলে সাজাপ্রাপ্ত আসামী জুলহাস শেখ (৫৫)কে গ্রেপ্তার করেন।
অপরদিকে শেখরনগর তদন্তকেন্দ্রের এসআই রিপন, এএসআই রমজান মিয়া কেয়াইন ইউনিয়নের বড় শিখারপুর গ্রামের রতন সরকার (২৮)পিতা সাধন সরকার, মোঃ নয়ন শেখ (২৬)পিতা মো: বাবুল শেখ কে গাঁজাসহ গ্রেপ্তার করেন। আসামিদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এব্যাপারে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক জানান, ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানকালে এই তিন আসামিকে গ্রেপ্তার করি।আসামিদের বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শহিদ শেখ, মুন্সিগঞ্জ প্রতিনিধি 






































