
ময়মনসিংহের-ত্রিশাল-বালিপাড়া মহা-সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ঘে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সুত্রে জানাযায়, (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার বালিপাড়া থেকে ছেড়ে আসা শালবন পরিবহনের একটি বাস বীররামপুর ভাটিপাড়া নামক স্থানে ত্রিশাল থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়।
নিহতরা হলেন ঈশ্বগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের শফিকুর রহমানের মেয়ে আইরিন সুলতানা (২৮) ও একই উপজেলার হাডয়া গ্রামের আব্দুল হেলিমের ছেলে আবু সিদ্দিক(৪৫)।
ত্রিশাল থানার এস আই নাজমুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ঘে ঘটনাস্থলেই আইরিন সুলতানা ও আবু সিদ্দিক নিহত হয়। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
স্থানীয় বিক্ষুদ্ধ জনতা ঘাতক বাসটি আটক করে রেখেছে। এ ঘটনায় সাময়িক ভাবে বাস চলাচল বন্ধ রয়েছে।
নিজস্ব প্রতিবেদক: তৌহিদুল ইসলাম সরকার 





































