
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পৌরসভাস্থ পুলিশের অভিযানে ইয়াবাসহ আব্দুল জলিল (৩৮) নামে একজনকে আটক করা হয়েছে।
শনিবার (৫ জুন) রাত ১. ১৫ মিনিটে উপজেলার চন্দনাইশ থানাধীন চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়ীয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সড়ক ও জনপথ অফিসের সামনের রাস্তায় উপর গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১হাজার ৫শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আব্দুল জলিল সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর ঢেমশা(বড় বাড়ী) এলাকার মৃত আব্দুল মুনাফ ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি 







































