
মানিকগঞ্জ জেলার সিংগাইর থানায় ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিংগাইর থানা পুলিশ। আটককৃতরা হলেন- স্বাধীন হোসেন (২০), সাগর শীল (২১), উদয় বসাক (২১) ও জমির উদ্দিন (৬০)।
বুধবার (৮ জুন) রাত সাড়ে আটটার দিকে উপজেলার জয়মন্টপ ও ফোর্ড নগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
থানাপুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. গোলাম আজাদ খানের দিকনির্দেশনায় ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লার তত্ত্বাবধানে উপপরিদর্শক মাহফুজ রানা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জয়মন্টপ এলাকায় অভিযান চালিয়ে স্বাধীন হোসেন, সাগর শীল, উদয় বসাক নামের তিন কারবারিকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরেকটি পৃথক অভিযানে এসআই শেখ তারিকুল ইসলামের নেতৃত্বে ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকা থেকে জমির উদ্দিনকে (৬০)কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লা বলেন, আসামিদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে। সিংগাইরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কার্যকর করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্টার 






































