
ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা ইমাম মোয়াজ্জিম সমিতির আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আজ সোমবার দুপুর ১ টায় উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির আয়োজনে ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এঁর বিষয়ে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গোলাম মহিউদ্দীনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি ও কেন্দ্রীয় মসজিদের ইমাম রুহুল আমিন, ইটাখোলা বি এম কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া, কেন্দ্রীয় মসজিদ কমিটির সহসভাপতি শওকত চেীধুরী, ইটাখোলা মসজিদের ইমাম হাফেজ মো: সাইফুল ইসলাম, রামপুরা মসজিদের ইমাম মাওলানা তহিদুল ইসলাম, চেীমুহনী হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ আইয়ুব আলী, শিক্ষক হাফেজ মো: রব্বানী, হাসপাতাল মসজিদের ইমাম নূর আলম, বিভিন্ন মানবিক সেচ্ছাসেবি সংগঠনের পরিচালক ও শিক্ষক ফেরদৌসী রানা চেীধুরী, , আল-শেফা ডায়াগনেস্টিক সেন্টারের পরিচালক জি এম কিবরিয়া, সেচ্ছাসেবি মমিনুল হক প্রমুখ।
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি 







































