
কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা শিক্ষানবিশ আইনজীবী আরিফুজ্জামান খাঁন সূচক (৩১) উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২১ জুন (মঙ্গলবার) বিকাল ৫টা দিকে জেলা শহরের হারুয়া এলাকায় নিজ বাসার সামনে সন্ত্রাসী হামলা শিকার হন তিনি। বর্তমানে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে তার চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন পূর্বে নিজের বাসায় নতুন ভবন নির্মাণ কাজ শুরু করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আরিফুজ্জামান খাঁন সূচক। গত মাসে ভবনের তৃতীয় তলার কাজ চলাকালীন সময়ে স্থানীয় এক শ্রমিকের সাথে নির্মাণ কাজের গাফিলতি নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে ধরে আজ বিকাল ৫টায় নির্মাণ শ্রমিক কমল (৩৭) এর নেতৃত্বে ১০/১২ জন নির্মাণাধীন ভবনের নিচতলায় কক্ষে তালা দিয়ে দ্বিতীয় তলায় অবস্থান নেয়। এমন সময় আরিফুজ্জামান খাঁন সূচক নিজ বাসার গেইটে এসে উপস্থিত হলে কিছু বুঝে উঠার আগেই অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। পরে আশপাশের বাসার লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন এ সময় গুরুতর আহত অবস্থায় সূচকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আরিফুজ্জামান খাঁন সূচকের মাথায় ১৭টি সেলাই লেগেছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, আসামিদের গ্রেফতার পুলিশ অভিযান অব্যাহত রেখেছেন।
সাজ্জাদ হোসেন হৃদয় - কিশোরগঞ্জ 



























