
রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে আফগানিস্তানে কমপক্ষে ২৮০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এতে দেড় শতাধিক মানুষ আহত হওয়ার খবর জানা গেছে।
স্থানীয় সময় আজ বুধবার (২২ জুন) রাত ২ টা ৩০ মিনিটে দেশটিতে এ ভূমিকম্পের ঘটনা ঘটে। এর গভীরতা ছিলো ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার।
এই ভূমিকম্পে পাকিস্তানের অনেক অঞ্চলও কেঁপে উঠেছে। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের খোস্ত শহরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৪৪ কিলোমিটার গভীরে।
স্থানীয় এক সরকারী কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ২৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম জানানো হয়েছে, দেশটির রাজধানী ইসলামাবাদ, মুলতান, ভাক্কর, ফলিয়ে, পেশোয়ার, মালাকান্দ, সোয়াট, মিয়ানওয়ালি, পাকপত্তন, বুনেরসহ পাকিস্তানের বিভিন্ন স্থান ওই ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে। তবে তাৎক্ষণিকভাবে এতে পাকিস্তানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয়বার ভূমিকম্প আঘাত হানলো পাকিস্তানে। গত শুক্রবার (১৭ জুন) দেশটির রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে দুবার ভূমিকম্প আঘাত হানে।
সূত্র: বিবিসি
ডেস্ক রিপোর্ট 







































