
যশোরের ঝিকরগাছায় আজ রবিবার (২৬ জুন) দুপুরে ঝিকরগাছার সর্বস্তরের জনগণের ব্যানারে সাবরেজিস্টার অফিস স্থানান্তর না করার দাবীতে ঝিকরগাছা সাবরেজিস্টার অফিসের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে কম্পিউটার ব্যবসায়ী মালিক সমিতি, দলিল লেখক সমিতি, স্থানীয় ব্যবসায়ী সহ সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহনকারীগন তাদের বক্তব্যে বলেন, ঝিকরগাছা উপজেলা সংলগ্ন এই অফিসে আগত মানুষেরা এক জায়গায় তাদের বিভিন্ন ধরনের সেবা পায় কিন্তু এখন এই অফিসটা এখান থেকে প্রায় এক কিলোমিটার দুরে রেললাইনের ধারে একটি আবাসিক এলাকায় স্থানান্তর করার প্রক্রিয়া চলছে। ঐ এলাকায় কোনো দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান কিংবা অন্য কোনো অফিস নেই। সেখানে নিরাপত্তার বিষয়টিও আমলে নেওয়া হয়নি। বাজার থেকে বেশখানিকটা দুরে হওয়ায় সেবা প্রত্যাশী মানুষকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে, হয়রানি হতে হবে। সেখানে যাতায়াতের কোনো ভালো রাস্তাও নেই। সর্ব দিক বিবেচনা করে বক্তারা সাবরেজিস্ট্রী অফিসটি যেখানে আছে সেখানেই বহাল রাখার আহবান জানান। উল্লেখ্য উপজেলা গেটের সন্নিকটে হাসিনা আক্তারের ভাড়া বাড়ি থেকে মিতালি সিনেমা হল রোড থেকে বেশ দুরত্বে আর একটি ব্যক্তি মালিকানাধীন বাড়িতে সাবরেজিস্টার অফিস স্থানান্তর নিয়ে গত ১৩ জুন একটি পত্রিকায় নিউজ প্রকাশিত হয়েছিল।
আশরাফুজ্জামান বাবু, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি 
























