
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবসিক হল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। ক্যাম্পাস খোলা রেখে হল বন্ধের ঘোষণার প্রতিবাদে রবিবার (২৬ জুন) রাত সাড়ে ৮ টায় তারা এ বিক্ষোভ মিছিল করে।
বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা।
ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডির ৩ জন সদস্য উপস্থিত হন। তাদের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন।
একই দাবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ২ জুলাই পর্যন্ত ক্যাম্পাস খোলা রেখে ৩০ জুন হল বন্ধের নির্দেশ প্রশাসনের একটি অযৌক্তিক সিদ্ধান্ত। প্রশাসনের এমন অবিবেচনামূলক সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীদের অনেক ভোগান্তি পোহাতে হবে। ২ জুলাই অনেক বিভাগের পরীক্ষা আছে। ফলে, হল বন্ধের ঘোষণা দিয়ে প্রশাসন অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, এর আগে রবিবার রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২ জুলাই ক্যাম্পাস বন্ধ ও ৩০ জুন শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেন কর্তৃপক্ষ।
ইবি প্রতিনিধি 







































